আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সাইদ মৃধার পথ চলা…

সাইদ মৃধার পথ চলা…


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৭, ২০২৩ , ৪:২১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ‘জয় জগা নন্দন’ শিরোনামের কাভার সং গাইলেন কন্ঠশিল্পী সাইদ মূধা। ১৯৮৫ সালের খালেদ ব্যন্ড থেকে গানটি প্রকাশ হয়েছিলো। গানটি ‘কালারপ্লে সাইদ’ অফিসিয়াল ইউটিব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে। এর আগেও এই কন্ঠশিল্পীর ‘অভাবের সংসার’ এবং ‘ভুল মানুষের মিছে আশায় জীবন করলাম পার’ শিরোনামে গান প্রকাশ হয়েছিলো। শুধু তাই নয়, ‘কালারপ্লে সাইদ’ ও ‘সাবা স্টার মিউজিক’ ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন শিল্পীর গান প্রকাশ হচ্ছে। এর মধ্যে-কন্ঠশিল্পী রুমি খানের কণ্ঠে ‘তুই আমার’ এবং খালেদ মাহমুদের কন্ঠে ‘কি প্রয়োজন ছিল’ শিরোনামের গান প্রকাশ করা হয়। এছাড়াও আরো বেশ কয়েকটি গান প্রকাশের অপেক্ষায়। সাইদ মৃধা বলেন, আমি সব সময় চেষ্টা করি ভালো ভালো কণ্ঠশিল্পীদের নিয়ে কাজ করতে। আমি নিজেও ব্যস্ততার পাশাপাশি গানের সঙ্গে জড়িত। গানকে আমি আমার মনের খোড়াক মনে করি। কারন-আমি ভিডিও নির্মাণ করতে করতেই গানের প্রতি একটি নেশা চলে আসে। সেই থেকে মাঝে মধ্যে পছন্দের গানগুলো করার চেষ্টা করি। সামনেও বেশ কিছু জনপ্রিয় কণ্ঠশিল্পীর গান এবং শর্টফিল্ম আসছে। উল্লেখ্য- সাইদ মৃধা ১৯৯৮ সালে বিটিভি’র জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ক্যারাতে অনুষ্ঠানের মাধ্যমে শোবিজে পা রাখেন। দীর্ঘ সময় তিনি চলচ্চিত্রে ডার্স কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। এ ক্ষেত্রে তাকে সহযাগিতা করেছেন প্রয়াত ডান্স কোরিওগ্রাফার নজরুল। পাশাপাশি একাডেমিক ওস্তাদ আলম ভাই।