বাজারমূলধন বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২৩ , ৫:২৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে ডেস্ক : দেশের শেয়ারবাজারে গেলো সপ্তাহে নেতিবাচক ধারায় কেটেছে। এসময় সূচকের সঙ্গে লেনদেন কমেছে। দরপতন হয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারে। তবে আলোচ্য সময়ে বাজারমূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৩৭ লাখ টাকা। শনিবার (১ এপ্রিল) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬২ কোটি ৩ লাখ ৩৩ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে। ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৬৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৯১টি, কমেছে ৪০টি এবং অপরিবর্তিত ছিল ২৩৭টির শেয়ার ও ইউনিট দর।
এদিকে, গেলো সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১১২ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ১৩ লাখ ৫৮ হাজার টাকা। সিএসইতে আলোচ্য সময়ে লেনদেন বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৮৮ পয়েন্টে, সিএসসিএক্স ৫১ পয়েন্ট কমে ১১ হাজার ১৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২২ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে গেলো সপ্তাহে মোট ১৮৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৪৬টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত ছিল ৯৮টির শেয়ার ও ইউনিট দর।