আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আটকে গেলেন শুভশ্রী

আটকে গেলেন শুভশ্রী


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২৩ , ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : টলিউডের অন্যতম হিট জুটি রাজ-শুভশ্রী। তাদের যেকোনো ছবি বা ভিডিওই ভীষণভাবে পছন্দ করেন দর্শক। তবে শুভশ্রী তার জীবনের যেকোনো ছোটখাটো মুহূর্তই তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। এবার শুভশ্রীর নতুন একটি প্রশ্নোত্তর ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। দিনকয়েক আগে জন্মদিন গিয়েছে রাজের। স্ত্রী শুভশ্রীর পোস্ট করা বেশ কয়েকটি ছবির মধ্যে দর্শকের সবচেয়ে বেশি নজর কেড়েছে যে ছবিটি তা হলো রাজকে জড়িয়ে ধরে শুভশ্রীর চুম্বন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিষয়টির সমালোচনা করেছিলেন। এ সমালোচনার পর মুখ খোলেন শুভশ্রী। বিতর্ককে ফুঁৎকারে উড়িয়ে বলেছিলেন, প্রতি মিনিটেই এখন রাজ আর আমি চুমু খাই। সম্প্রতি অভিনেত্রীর ওটিটিতে আত্মপ্রকাশ ঘটেছে।

ইন্দুবালা ভাতের হোটেলে শুভশ্রীর লুক দেখে মানুষ চমকে উঠেছে। বৃদ্ধ এক নারীর চরিত্রে অভিনয় এবং একই সঙ্গে ইন্দুবালার লুকও মুগ্ধ করেছে দর্শককে। শুভশ্রীর করা ভিডিও পোস্টে তাকে প্রশ্ন করা হয়, তিনি প্রথম কোন জিনিসটা একজন মানুষের মধ্যে দেখেন? শুভশ্রীর উত্তর, তার অনুভূতি। এরপরের প্রশ্ন, সর্বশেষ দেখা ছবি? অভিনেত্রীর কথায়, ‘ইন্দুবালা ভাতের হোটেল’। একই সঙ্গে শুভশ্রী সবাইকে ছবিটা দেখার অনুরোধও জানান। শেষ কোন জিনিসটা ফোনে সার্চ করেছেন? নায়িকা বলেন, পরের ছুটি কাটাতে কোথায় যাবো সেই জায়গা। শুভশ্রীর প্রশ্নোত্তর পর্বের শেষ প্রশ্ন, আপনার সুপ্ত প্রতিভা কি? এমন প্রশ্নে আটকে জান তিনি। ভাবতে থাকেন। এরপর সোজা হেঁটে চলে গেলেন রাজের কাছে। প্রশ্নটা সোজা ছুড়ে দিলেন তার দিকে। রাজ বললেন, আমি সত্যিই জানি না। ইনস্টাগ্রামে পোস্ট হতেই সেটা নিয়ে নানা জনের নানা মত। সোশ্যাল মিডিয়ায় এক নেটাগরিকের বক্তব্য, তোমার সুপ্ত ট্যালেন্ট হলো, এত জোরে হাসো, যা মানুষ পাঁচ কিমি দূর থেকেও শুনতে পায়।