আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাকিবের পরিবর্তে কাকে দলে নিচ্ছে কলকাতা?

সাকিবের পরিবর্তে কাকে দলে নিচ্ছে কলকাতা?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২৩ , ৫:১৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   শুক্রবার থেকে মাঠে গড়িয়েছে আইপিএলের ষোলোতম আসর। এই আসরে অনেক ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে তাদের দল ভালোভাবে গুছিয়ে ফেলেছে। আবার অনেক ফ্র্যাঞ্চাইজি নির্দিষ্ট খেলোয়াড়ের ইনজুরি কিংবা খেলতে না পারার কারণে এখনো দল গোছাতে হিমশিম খাচ্ছে। তেমনই একটি দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৭ রানে হেরেছে। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে জানতে পেরেছে তাদের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএল থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ এই মৌসুমে তিনি আর আইপিএলে খেলবেন না।

দ্বিতীয়ত, নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। জাতীয় দলের হয়ে দারুণ সময় পার করছেন এই অলরাউন্ডার। মিডল অর্ডারে হয়ে উঠেছেন নিউ জিল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটসম্যান। বল হাতেও রাখছেন গুরুত্বপূর্ণ অবদান।

২০২২ আইপিএলে তিনি দুই ম্যাচ খেলে রান করেছিলেন ৩৩টি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪০.৯১ স্ট্রাইক রেটে ও ২৮.৯০ গড়ে রান করেছেন ৯৫৪টি। তার মধ্যে ফিফটি রয়েছে পাঁচটি। ১৮.৫০ গড়ে উইকেট নিয়েছেন ৮টি। সাকিবের আদর্শ বদলি হতে পারেন ড্যারিল মিচেল। যিনি মিডল অর্ডারে ব্যাট হাতে অবদান রাখতে পারবেন। আবার প্রয়োজনের সময় বলও করতে পারেবন।

কলকাতা নাইট রাইডার্স যদি একজন বিধ্বংসী ব্যাটিং অলরাউন্ডার চায় সেক্ষেত্রে সাকিবের পরিবর্তে তাকেও দলে নিতে পারে।