ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল উন্মুক্ত স্থান: আল জাজিরার প্রতিনিধি
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২৩ , ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুগুলো ছিল উন্মুক্ত স্থান। আল জাজিরার জেইনা খোদরের মতে, উত্তেজনা এড়াতেই ইসরায়েল হামলার জন্য উন্মুক্ত স্থান বেছে নিয়েছে। তিনি বলেছেন, বৃহস্পতিবারের রকেট হামলার উৎস হিসেবে একটি গ্রামকে লক্ষ্যবস্তু করা হলেও ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো উন্মুক্ত স্থানে পড়েছিল। বৈরুতে থাকা খোদর বলেছেন, এটি সত্যিই ইঙ্গিত দেয় যে ইসরায়েল উত্তেজনা চাচ্ছে না। এদিকে ইসরায়েল বলেছে, তারা শুক্রবারের অভিযানে হামাসের লক্ষ্যবস্তুতে মনোযোগ দিয়েছে। হামাস ও লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলের রকেট হামলার নিন্দা জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি বলেছেন, এই হামলার পেছনে কারা ছিল সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা তা তদন্ত করছে। অপরাধীদের খুঁজে বের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।