রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ ইভিএমে
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২৩ , ৫:২৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। আর নির্বাচনকে সামনে রেখে আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপত্র বাছাই করা হবে ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ প্রার্থীরা ১ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আর ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন।