রাস্তায় ঈদের নামাজ পড়ার ‘অপরাধে’ আটক দুই হাজার মুসল্লি
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৩ , ৪:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ঈদের নামাজ পড়ার ‘অপরাধে’ দুই হাজারেরও বেশি মুসল্লিকে আটক করেছে ভারতের উত্তর প্রদেশ পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, গত সপ্তাহে ঈদের দিন তারা অনুমতি ছাড়াই মসজিদের বাইরের রাস্তাজুড়ে নামাজ পড়েছেন।
পুলিশ জানিয়েছে, বজরিয়া, বাবু পুরওয়া এবং জজমাউ থানায় এ বিষয়ে একাধিক এফআইআর দায়ের হয়েছে। সব কটি একত্র করে বুধবার ধরপাকড় চালায় পুলিশ, আটক করে দুই হাজার জনকে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাস্তায় নামাজ পড়ার ভিডিও রয়েছে। সেই ভিডিও ভালো করে খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’ সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মোহাম্মদ সুলেমান এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। তিনি দাবি করেন, সেদিন মসজিদে ভিড় থাকায়, যারা দেরিতে পৌঁছেছিলেন তাদের ভেতরে ঢোকার জায়গা হয়নি। তেমনই কয়েক জন বাধ্য হয়ে রাস্তায় নামাজ পড়েছিলেন। সেই সংখ্যাটা কখনোই এমন হাজার-হাজার নয়। যদিও এফআইআরের ভিত্তিতে পুলিশের দাবি, ঈদের দিন নামাজ পড়ার গাইডলাইন আগে থেকেই বলে দেওয়া হয়েছিল। ওই এলাকাগুলোতে মসজিদের বাইরে ১৪৪ ধারা জারি ছিল, তা সত্ত্বেও রাস্তায় জমায়েত করে নামাজ পড়া হয়। একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে এই ঘটনায়।