ফিলিস্তিনে ইসরায়েলের সিরিজ হামলা, নিহত ১৩
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২৩ , ৫:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ইসরায়েল অবরুদ্ধ গাজায় সিরিজ হামলা চালিয়েছে। এই হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) আন্দোলনের তিন সদস্যসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী এবং চার শিশু রয়েছে। মঙ্গলবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাত ২টার সময় সিরিজ বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় দুই ঘণ্টা এই হামলা চলে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে। এছাড়া ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) আন্দোলনের তিন সদস্যসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই পিআইজে কমান্ডারদের পরিবারের সদস্য। গাজার বিভিন্ন অংশে আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অ্যাপার্টমেন্টের আশেপাশের বেসামরিক নাগরিকদেরও টার্গেট করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো’ কোডনাম দেওয়া বিমান হামলা পিআইজের তিন সদস্যকে লক্ষ্য করে চালানো হয়েছে। তারা ইসরায়েলের দিকে সাম্প্রতিক রকেট হামলার জন্য দায়ী।