আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস কোনো পরীক্ষা নয়, সেরা দল নিয়েই আফগানদের বিপক্ষে লড়াই

কোনো পরীক্ষা নয়, সেরা দল নিয়েই আফগানদের বিপক্ষে লড়াই


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৩ , ৫:২৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  সাদা পোশাকে আফগানিস্তানের বিপক্ষে কোনো সুখস্মৃতি নেই। একমাত্র দেখায় ঘরের মাঠে নাস্তানাবুদ হয়েছে সাকিব আল হাসানের দল। সেই হারের চার বছর পর আবার ক্রিকেটের অভিজাত সংস্করণে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবারও ঘরের মাঠে।

সাগরিকার পাড়ে সেই হারের ক্ষত এখনো মোছেনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায় তা স্পষ্ট। তাইতো আসছে জুনে একমাত্র টেস্টে বাংলাদেশ নামতে চায় সেরা দল নিয়ে, পরীক্ষা-নিরীক্ষা ভাবনাতেই নেই। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক। এখানে কোনো পরীক্ষা (এক্সপেরিমেন্ট) হবে না। আফগানিস্তান খুব ভালো দল। যেহেতু আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে গত টেস্ট ম্যাচটা হেরেছি। কোনো হালকাভাবে নেওয়া হবে না। সম্ভাব্য সেরা দলই আফগানিস্তানের বিপক্ষে দেওয়া হবে।’

শুক্রবার (১৯ মে) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় এভাবে বলেছেন প্রধান নির্বাচক। জুনের ১০ তারিখ আফগানিস্তান দল ঢাকায় পৌঁছাবে। মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ১৪ জুন। এই টেস্ট খেলে ভারত চলে যাবে আফগানিস্তান। এরপর ১ জুলাই পুনরায় বাংলাদেশ সফরে আসবে তারা। জুলাইতে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল।

সেরা দল নামাতে চাইলেও অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়ার সম্ভাবনা কম। তর্জনীর চোটে তিনি ছিটকে যান ৬ সপ্তাহের জন্য। টেস্টে না থাকলেও সাকিবকে অন্য দুই সংস্করণে পাওয়া যাবে বলে মনে করেন প্রধান নির্বাচক। তবে তার প্রত্যাশা ঘরের মাঠে টেস্টে বাংলাদেশ ভালো খেলবে।