আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন

নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২৩ , ৩:৪৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা প্রতারণার মামলায় ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন করেছে ডিবি পুলিশ। সোমবার (২২ মে) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ুন কবির এক দিনের রিমান্ড শেষে আসামি নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছেন। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। এদিকে তার পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জামিন আবেদন করেছেন। বিকেল ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

২০ মে নোবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় ১৬ মে নোবেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।