আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস রোমের নতুন রানী রিবাকিনা

রোমের নতুন রানী রিবাকিনা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২৩ , ৫:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে এলেনা রিবাকিনার। ইতালিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কাজাখস্তানের এই খেলোয়াড়। স্থানীয় সময় গত শনিবার ফাইনালে রিবাকিনার প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের আনহেলিনা কেলিনিনা। কিন্তু ম্যাচের মাঝপথে বাঁ পায়ে চোট পেয়ে কোর্ট ছাড়েন তিনি। এরপর আর চালিয়ে যেতে পারেননি খেলা।  ওই সময় ৬-৪ ও ১-০ তে এগিয়ে ছিলেন গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা। আসরে এ নিয়ে তৃতীয় ম্যাচ ওয়াকওভার পেলেন তিনি। এটি রিবাকিনার চতুর্থ ডব্লিউটিএ শিরোপা। এই জয়ে সেরা চার বাছাইয়ে থেকে ফরাসি ওপেন শুরু করবেন তিনি। আগামী ২৮ মে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামটি। তবে শিরোপার মঞ্চের শেষের গল্পটা এমন হবে তা প্রত্যাশা করেননি রিবাকিনা। সেই সঙ্গে খুব শীঘ্রই আবার সুস্থ হয়ে কালিনিনা কোর্টে ফিরবে বলে আশা করছেন রোম ওপেনের চ্যাম্পিয়ন। রিবাকিনা বলেন, আসলে এভাবে ম্যাচটা শেষ হোক তা চাইনি। তবে আমি মনে করি এটা এনহেলিনার জন্য দুর্দান্ত ফল। কঠিন কিছু লড়াই জিতেছে সে। তার এমন অগ্রগতিতে আমি অনেক বেশি খুশি। আশা করি এভাবেই চালিয়ে যাবে সে। আজকের ম্যাচটা সে শেষ করতে পারেনি। কিন্তু আমার মনে হয় এটা তেমন বেশি সিরিয়াস কিছু নয়। তাই আশা করি, চোট কাটিয়ে খুব শীঘ্রই আবার কোর্টে ফিরে নিজের সেরাটা ঢেলে দেবে। চলতি বছর দুর্দান্ত কাটছে ২৩ বছর বয়সী রিবাকিনার। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে রানার্সআপ হন ও ইন্ডিয়ান ওয়েলস শিরোপা জেতেন তিনি।