আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ভেঙে গেলো সুস্মিতার ভাইয়ের সংসার

ভেঙে গেলো সুস্মিতার ভাইয়ের সংসার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২৩ , ৫:২৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  টেলিভিশন অভিনেত্রী চারু অসোপার সঙ্গে ঘর বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেন। দীর্ঘ দিন ধরে চলছিল এ জুটির দাম্পত্য কলহ। অবেশেষে ভেঙে গেলো তাদের সংসার। বৃহস্পতিবার (৮ জুন) আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে রাজিব-চারুর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটিকে রাজিব সেন বলেন— ‘আমাদের বিয়েবিচ্ছেদ হয়েছে।’ রাজিব সেন ইনস্টাগ্রাম স্টোরিতে চারুর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে লিখেছেন, ‘বিদায় বলার কিছু নেই। দুজন মানুষ পরস্পরের হাত ধরে রাখতে পারেনি, এটুকুই। ভালোবাসা থাকবে। আমরা আমাদের সন্তানের কাছে সবসময়ই বাবা-মা হয়ে থাকব।’

চারু-রাজিবের বেডরুমের ঝামেলা উঠে আসে লাইমলাইটে। রাজিবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেন চারু। অন্যদিকে চারুর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেন রাজিব। এসব নিয়ে কাদা ছোড়াছুড়ি কম হয়নি।

অভিনয় ক‌্যারিয়ারে চারু অনেক জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাম লেখিয়েছেন বড় পর্দায়ও। মূলত, সহঅভিনেতার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে করেছিলেন রাজিব। আর তার প্রমাণ চারুর মায়ের কাছ থেকে পেয়েছেন বলেও দাবি করেছিলেন তিনি। সর্বশেষ বিচ্ছেদের মধ্য দিয়ে দাম্পত্য কলহের ইতি টানলেন চারু-রাজিব।