আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য খাদ্যপণ্যের দাম জুনে কমেছে: জাতিসংঘ

খাদ্যপণ্যের দাম জুনে কমেছে: জাতিসংঘ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৩ , ৪:৫০ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, দুই বছরের মধ্যে বিশ্বে খাদ্যদ্রব্যের মূল্যসূচক জুনে সর্বনিম্ন স্তরে নেমেছে। দুই বছরেরও বেশি সময় ধরে চিনি, উদ্ভিজ্জ তেল, শস্য এবং দুগ্ধজাত পণ্যের দাম কমে যাওয়াকে এই মূল্য সূচক কমার কারণ হিসেবে মনে করা হচ্ছে।

এফএও শুক্রবার (৭ জুলাই) বলেছে, মে থেকে জুন মাসে মূল্যসূচক ১২৪ পয়েন্ট থেকে ১২২ দশমিক ৩ পয়েন্টে নেমে এসেছে। ২০২১ সালের এপ্রিল মাসের পর এটিই সর্বনিম্ন অবস্থান হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।