আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি আ.লীগের অধীনে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না: ইইউকে বিএনপি

আ.লীগের অধীনে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না: ইইউকে বিএনপি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক :  আওয়ামী লীগের অধীনে নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না। অতীতে যেমন পারেনি, তেমনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তাদের অধীনে হলে দেশের মানুষ ভোট দিতে পারবে না বলে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলকে জানিয়েছে বিএনপি।

শনিবার (১৫ জুলাই) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আগামীতে জনগণের ভোটে নির্বাচন সম্ভব কি না, তা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিদল। আমরা বলেছি, দেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নেই। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে দেশের মানুষ ভোট দিতে পারবে না।

সকাল ৯টায় বৈঠকটি শুরু হয়ে দেড় ঘণ্টা পর্যন্ত চলে। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বৈঠকে অংশ নেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের ছয় সদস্য বৈঠকে অংশ নেন।