প্রধান বিচারপতির সঙ্গে ইসি’র প্রতিনিধিদলের বৈঠক
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৩ , ৫:১২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে ৩০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত এ বৈঠক হয়। ইসির প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার। তবে, সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না।
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে দুপুর ১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে আসে ইসি’র প্রতিনিধিদল। তাদের অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান এবং স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।