ইতালিতে অভিবাসীদের নৌকাডুবি, ৪১ জনের মৃত্যু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২৩ , ৪:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ইতালির দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি নৌকাডুবির ঘটনায় ৪১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দুর্যোগ থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের জানিয়েছে, তারা যে নৌকায় ছিল সেটি তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিল এবং ইতালি যাওয়ার পথে ডুবে যায়।
আইভরি কোস্ট এবং গিনি ওই চার নাগরিক বুধবার ল্যাম্পেডুসা পৌঁছেছেন। এদের মধ্যে তিন জন পুরুষ ও এক জন নারী। নৌকাটিতে তিন শিশুসহ ৪৫ জন ছিল বলে তারা জানিয়েছেন।
তারা জানিয়েছেন, নৌকাটি গত বৃহস্পতিবার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিল। তবে যাত্রার কয়েক ঘণ্টার মধ্যে এটি ডুবে যায়। ওই পথ দিয়ে যাওয়া একটি কার্গো জাহাজ তাদেরকে উদ্ধার করে। পরে তাদেরকে ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে তাদের উঠিয়ে দেওয়া হয়।
ইতালীয় উপকূলরক্ষী রোববার ওই এলাকায় দুটি জাহাজডুবির খবর দিয়েছিল। তবে বুধবার যেটি ডুবে যাওয়ার খবর এসেছে সেটি ওগুলোর মধ্যে একটি কিনা তা স্পষ্ট নয়।