আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৫, ২০২৩ , ৫:১৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১১টায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি রেজওয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও আশরাফ আলী, কার্যনির্বাহী সদস্য কল্যাণ সাহা, শাহনাজ পারভীন সোমা, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা জানানোর পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড, জয় বাংলা সাংবাদিক মঞ্চ।