মাউইতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০৬
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২৩ , ৫:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউইতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০৬-তে পৌঁছেছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রাজ্যের গভর্নর জোশ গ্রিন বারবার সতর্ক করে দিয়ে জানিয়েছেন, লাহাইনায় গত সপ্তাহের দাবানলে মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বর্তমানে মৃতের যে সংখ্যা জানা গেছে, তা দুই থেকে তিনগুণ বাড়তে পারে। দুর্যোগ অঞ্চলের এক চতুর্থাংশেরও বেশি এলাকায় মৃতদেহ খুঁজতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে।
মাউই কাউন্টির কর্মকর্তারা মঙ্গলবার মৃতের সংখ্যা ১০৬ বলে জানিয়েছেন। মঙ্গলবার মাউই পুলিশ ফরেনসিক কেন্দ্রে অস্থায়ী মর্গ হিসাবে শীতাতাপ নিয়ন্ত্রিত কন্টেইনারগুলি ব্যবহার করা হয়েছে। কারণ প্রত্যন্ত এই অঞ্চলটিতে এতো মৃতদেহ একসঙ্গে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই।
মাউইতে গত মঙ্গলবার থেকে দাবানল ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়তে শুরু করে। হাওয়াইয়ের শত মাইল দূর দিয়ে যাওয়া হারিকেন ডোরার প্রভাবের কারণে বাতাসের তীব্রতা বাড়ায় দাবানল পরিস্থিতির আরও অবনতি ঘটে। এটি দেশটির এক শতাব্দির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। দাবানলে মাউইর লাহাইনার দুই হাজার ২০০ এর বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সরকারী অনুমান অনুসারে ৫৫০ কোটি ডলারের ক্ষতি হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে।