Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বিদুৎস্পৃষ্টে মা-বাবা-বোন মারা গেলেও বেঁচে গেল ৯ মাসের শিশু

বিদুৎস্পৃষ্টে মা-বাবা-বোন মারা গেলেও বেঁচে গেল ৯ মাসের শিশু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২৩ , ৪:৪৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : রাজধানীর মিরপুরে প্রবল বৃষ্টিতে জমা পানিতে বিদুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা-বাবা-বোন মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছে ওই পরিবারের ৯ মাসের এক শিশু পুত্র। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ৯ মাসের ওই শিশুর নাম হোসেন। দুর্ঘটনার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় শিশুটির মা মুক্তা (২৫), বাবা মিজান (৩৫), তাদের এক মেয়ে লিমা (৭) ও প্রতিবেশী অনিক (১৮) মারা যান। তাদের মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। শিশুটিকে উদ্ধারকারী তৃতীয় লিঙ্গের বৃষ্টি ও আমেনা এসব তথ্য জানিয়েছেন। তারা বলেন, শিশুটি পানিতে ভাসছিল, দেখতে পেয়ে পা ধরে ওঠাই। পরে আশপাশের মহিলারা তাকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়। পরে যখন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করাই। উদ্ধারকারী বৃষ্টি ও আমেনা আরও বলেন, প্রথমে চিকিৎসকরা শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করান। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ছেড়ে দেন। এর পর আমরা শিশুটিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অন্য স্বজনরা রয়েছেন। বর্তমানে শিশুটি তাদের কাছে রয়েছে।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130