চট্টগ্রামে বাস-অ্যাম্বুলেন্স-সিএনজি দুর্ঘটনায় নিহত ৭
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৭, ২০২৩ , ২:০৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের হাটহাজারীতে বাস, অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহতের খবর এসেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। প্রাথমিক অবস্থায় তাদের কারও নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন, ‘চারিয়া ইজতেমার মাঠ এলাকায় ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলছে।’