আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রাখাইন তরুণীদের সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী

রাখাইন তরুণীদের সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১১, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে অনলাইন ডেস্ক : কক্সবাজার আইকনিক রেলস্টেশন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে রাখাইন সম্প্রদায়ের তরুণীদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তরুণীদের চোখে-মুখে ছিল আনন্দ-উচ্ছ্বাস।
শনিবার (১১ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজারের ঝিলংজায় আইকনিক রেলস্টেশনে পৌঁছালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় রাখাইন শিল্পীদের একটি দল নাচ–গানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।  সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রটোকল ভেঙে রাখাইন তরুণীদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ৪০ মিনিটে সুধী সমাবেশের মঞ্চে উঠেন প্রধানমন্ত্রী। সেখানে মতবিনিময় শেষে আইকনিক রেলস্টেশন ও রেলপথ উদ্বোধন করেন তিনি। পরে কাউন্টার থেকে টিকেট কেটে রেলে চড়ে রামু যান তিনি। বিকালে মহেশখালীর মাতারবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।