আজকের দিন তারিখ ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়াল ডমিনিকা

বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়াল ডমিনিকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২, ২০২৩ , ১২:০৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ওই আসরের ম্যাচ আয়োজন করার কথা ছিল ক্যারিবীয়ান অঞ্চলের রাষ্ট্র ডমিনিকার। কিন্তু বিশ্বকাপ আয়োজন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা।
ডমিনিকার ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সেখানকার স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। যা বিশ্বকাপের আগে তারা শেষ করতে পারবে না। সেজন্য তারা বিশ্বকাপ আয়োজন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে। ক্রীড়া মন্ত্রীর মতে, আসর আয়োজন করতে চাওয়া বিচক্ষণ সিদ্ধান্ত হবে না।
আগামী বছরের ৪-৩০ জুন পর্যন্ত টি-২০ বিশ্বকাপ হবে। ওই আসরে ডমিনিকার উইন্ডসোর পার্ক স্পোর্টস স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল। ডমিনিকা আসর থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা করে তারা দ্রুত ভেন্যুর বিষয়ে সিদ্ধান্তে আসবে। ২০২৪ বিশ্বকাপ আয়োজন কমিটির পরিচালক ফাওয়াজ বকস জানিয়েছেন, যেকোন ধরনের টুর্নামেন্টে এমন আকস্মিক পরিস্থিতি সামনে আসতে পারে। টুর্নামেন্ট আয়োজকদের এগুলোর সঙ্গে মানিয়ে নিতে হয় এবং বিকল্প পরিকল্পনা নিয়ে এগোতে হয়।