আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি বিএনপি নেতা নবী উল্লাহসহ গ্রেপ্তার ৫

বিএনপি নেতা নবী উল্লাহসহ গ্রেপ্তার ৫


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২৪ , ৪:১৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক :  ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। এক খুদে বার্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির এই ৫ জনকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে বা কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। তবে ডিএমপি বলেছে, তাদের গ্রেপ্তারের বিষয়ে আজ শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।