আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতি এগুতে পারে না: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতি এগুতে পারে না: অর্থমন্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৪ , ৫:১৩ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক :  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতি চলতে পারে না। যারা অর্থনীতি নিয়ে গভীরভাবে ভাবেন না, তারাই মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে নির্বাচনে জয়ী হওয়ায় অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অর্থমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে চলে গেছে, সাংবাদিকদের এমন কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, গত ১৫ বছরের মধ্যে ৮ থেকে ১০ বছর মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে ছিল। এর থেকে ভালো অবস্থা হতে পারে না।