শেষ ম্যাচেও টস জয়: বোলিংয়ে বাংলাদেশ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৪ , ৩:০০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের তিন ম্যাচেই টস জিতেছেন বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কন্ডিশন বিবেচনা করে প্রথম দুই ম্যাচের মতো সিরিজ নির্ধারণী ম্যাচেও শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ শেষ এই ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। টপ ও মিডল অর্ডার ব্যাটিং ভালো হওয়ায় সেখানে পরিবর্তনের সুযোগ দেখেননি টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ পেস বোলিং আক্রমণ ত্রয়ীও ভাঙা হয়নি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অন্য দিকে শ্রীলঙ্কা তাদের একাদশে তিন পরিবর্তন এনেছে। অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা একাদশে ফিরেছেন। তাকে জায়গা কর দিয়েছেন পেসার দিলশান মাদুশঙ্কা। ইনজুরিতে পেসার মাথিসা পাথিরানা ছিটকে গেছেন। তার জায়গায় দলে ঢুকেছেন নুয়ান থুসারা। এছাড়া অফ ফর্ম যাওয়া ওপেনার আভিস্কা ফার্নান্দোর জায়গায় খেলছেন ধনাঞ্জয়া ডি সিলভা।
শ্রীলঙ্কার একাদশ: ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, অ্যাঞ্জেল ম্যাথুস, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, বিনোরা ফার্নান্দো, নুয়ান থুসারা।