১৩ জুলাই খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক র্নিবাচন
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২৪ , ১২:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
খুলনা ব্যুারো : আগামী ১৩ জুলাই খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক র্নিবাচন। এ নির্বাচন প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। বস্তুনিষ্ট টেলিভিশন সাংবাদিকতা, পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকতার ঐতিহ্য এবং ভাবমূর্তি সুরক্ষার ঐক্যবদ্ধতার প্রত্যয়ে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) আহবায়ক কমিটি গঠিত র্নিবাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত ২৮ জুন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেটিআরইউর ৯টি পদে র্নিবাচনের জণ্য তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী কেটিআরইউ’র নির্বানের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩ জুলাই, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ, শুনানী ও নিষ্পত্তি ৪ জুলাই। ৪ জুলাই সন্ধ্যায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৫ জুলাই মনোনয়নপত্র বিলি মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই। ৬জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ। ৭ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ১৩ জুলাই ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২০২২ সালে অনুষ্ঠিত কেটিআরইউ র্নিবাচনে বিজয়ী পরিষদ সঠিক সময়ে সংগঠনের র্নিবাচন অনুষ্ঠানে ব্যর্থ হওয়ায় সাবেক সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগকে আহবায়ক ও বাবুল আকতারকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।