‘লজ্জার রেকর্ড’ গড়লেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২৪ , ৪:৪৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : এ যেন লজ্জার রেকর্ড গড়লেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। দুই বছর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, অথচ তিনি হারলেন সাধারণ নির্বাচনের ভোটে। আজ শুক্রবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ছয় সপ্তাহের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লিজ। সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে তার প্রশাসন ও কনজারভেটিভ পার্টির মধ্যে নজিরবিহীন তোলপাড়ের মধ্যে ২০২২ সালের অক্টোবরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পরাজয়ের পর কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। তার সহকর্মীদের সঙ্গে তিনি মঞ্চ থেকে বেরিয়ে যান।
ব্রিটেনের সাবেক এই প্রধানমন্ত্রী পেয়েছেন ১১ হাজার ২১৭ ভোট, অন্যদিকে লেবার পার্টির প্রার্থী টেরি জার্মি পান ১১ হাজার ৮৪৭ ভোট। তিনি ৬৩০ ভোটে হেরেছেন।