আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফাইনালে নিষেধাজ্ঞা শঙ্কায় আর্জেন্টিনার দুই ফুটবলার

ফাইনালে নিষেধাজ্ঞা শঙ্কায় আর্জেন্টিনার দুই ফুটবলার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২৪ , ৩:২১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


‘দিনের শেষে ডেস্ক ; আগামীকাল বুধবার সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বড় কোনো অঘটন না ঘটলে প্রথমবার কোপা আমেরিকায় খেলতে আসা কানাডাকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনাল খেলবে সেটা অনুমেয়। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার দুইজন খেলোয়াড়কে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। সেই দুইজন হলেন- নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস। তাদের দুজনেরই একটি করে হলুদ কার্ড রয়েছে। কানাডার বিপক্ষের ম্যাচে তারা যদি আর একটি করে হলুদ কার্ড দেখেন তাহলে কোপার ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না।

ইকুয়েডরের বিপক্ষের কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা দুজন হলুদ কার্ড দেখেছিলেন। যে ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়িয়েছিল। আর টাইব্রেকারে আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ৪-২ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আলবিসিলেস্তরা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার সেমিফাইনাল।