আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বৃষ্টিতে জলাবদ্ধতা, সময় নিয়ে বের হতে নগরবাসীকে অনুরোধ ডিএমপির

বৃষ্টিতে জলাবদ্ধতা, সময় নিয়ে বের হতে নগরবাসীকে অনুরোধ ডিএমপির


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১২, ২০২৪ , ১:৫১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১২ জুলাই) সকাল থেকেই সেই বৃষ্টির দেখা মিললো রাজধানীতে। সকাল ৬টা থেকে শুরু হয়ে ৯টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, আজ সারা দিন কম-বেশি বৃষ্টি হবে। তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। এদিকে সকালে এই বৃষ্টিতে ঢাকায় অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, মিরপুর এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে করে কাজের প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন, তারা জমে থাকা পানির কারণে ভোগান্তি পোহাচ্ছেন। জলাবদ্ধতার কারণে অনেক গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি করেছে। এ কারণে রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শুক্রবার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে নিবিঘ্নে যাতায়াত করতে হাতে সময় নিয়ে বের হতে হবে। পাশাপাশি যান চলাচলে সাবধানতা অবলম্বন করতে বলা হলো।