আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেছেন এমপি বাবলা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেছেন এমপি বাবলা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৮:৩৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


16কাগজ অনলাইন প্রতিবেদক: শ্যামপুরের বড়ইতলা বস্থিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

বুধবার (১৫ জুন) বড়ইতলা বস্থিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল ও নগদ দুই হাজার টাকা করে বিতরণ করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেজগাঁও উন্নয়ন সার্কেলের সার্কেল অফিসার শেখ কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুল ইসলাম, জাতীয় পার্টি ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলি থানা শাখার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ও ইউপি সদস্য সুলতানা আহমেদ লিপি, ছাত্র সমাজ ঢাকা দক্ষিণের সদস্য সচিব শাহ ইমরান রিপন প্রমুখ।

এমপি আবু হোসেন বাবলা বলেন, বর্তমান সরকার গরিববান্ধব। সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। অগ্নিকাণ্ডে যারা ঘর ও অন্যান্য সম্পদ হারিয়েছে ঢাকা জেলা প্রশাসনের সহযোগিতায় তাদের ক্ষতি পূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।