আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// অজুহাত নয়, স্কুল খোলা রাখুন: ইউনিসেফ

অজুহাত নয়, স্কুল খোলা রাখুন: ইউনিসেফ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২২ , ৪:৫৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  করোনার নতুন ধরন ওমিক্রনের জেরে বিশ্বের অনেক দেশেই স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কিন্তু এ পরিস্থিতি জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ বলছে, এসব স্কুল-কলেজ খুলে দিতে হবে। কোনো অজুহাত না দেখিয়ে স্কুল খোলা রাখতে বিশ্বের সব সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ। ২৭ জানুয়ারি তারিখ উল্লেখ করে নিউইয়র্ক থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফ এ আহ্বান জানায়। সংস্থাটির ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশিত হয়।

বিবৃতিতে বলা হয়, ‘কোভিড-১৯ এর ওমিক্রন ধরন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার মধ্যে আমরা বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানাই যে, তারা যেনো শিশুদের শিক্ষা অধিকতর ক্ষতির মুখে পড়া থেকে বাঁচাতে তাদের ক্ষমতাকে কাজে লাগান।’ ‘লেখাপড়ার বিপর্যয় ও শিশুদের লেখাপড়া ট্রাকে ফিরিয়ে আনার জন্য’ ইউনিসেফ কয়েকটি পরামর্শও দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্কুল বন্ধের কারণে বিশ্বে বর্তমানে পূর্ণ ও আংশিকভাবে ৬১ কোটি ৬০ লাখ শিশুর ওপর প্রভাব পড়েছে। শিশুদের স্কুলে ফেরাতে আমাদের সাহসী পদক্ষেপ নিতে হবে’ বলে মনে করে ইউনিসেফ। এক্ষেত্রে পিছিয়ে পড়া শিশুদের সহায়তা দেয়ার প্রতিও জোর দিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে স্কুলের শিক্ষক ও স্টাফদের করোনা টিকার পূর্ণ ডোজ দেয়ার ওপর জোর দেয়া হয়। শিশুদের করোনা টিকার দেয়ার কথাও বলেছে ইউনিসেফ। তবে তারা সতর্ক করে বলেছে যে, স্কুলে যাওয়ার ক্ষেত্রে এটা যাতে বাধ্যতামূলক না করা হয়।