আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২১, ২০২৩ , ৩:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন পুরুষ ও এক শিশু নিহত হয়। এছাড়া দুইজন যাত্রী আহত হন। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।