আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা অন্টারিও এনডিপির সম্মাননা পেলো কানাডার ‘নতুনদেশ’

অন্টারিও এনডিপির সম্মাননা পেলো কানাডার ‘নতুনদেশ’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ৩:০৮ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


sagorঅনলাইন ডেস্ক: কানাডার অন্টারিওর শীর্ষ বিরোধী দল নিউ ডেমোক্র্যাটিক পার্টি’র (এনডিপি) বিশেষ সম্মাননা পেয়েছে টরন্টোর বাংলা পত্রিকা ‘নতুনদেশ’।

অন্টারিও এনডিপির নেতা এন্ড্রিয়া হারওয়াথ এমপিপি বুধবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন। ‘নতুনদেশ এর পক্ষে প্রধান সম্পাদক ও প্রকাশক শওগাত আলী সাগর এই সম্মাননা গ্রহণ করেন।

অন্টারিও এনডিপির ককাস (সংসদীয় দল) বুধবার সন্ধ্যায় বিভিন্ন ভাষাভাষী কমিউনিটির প্রতিনিধিত্বকারী এথনিক মিডিয়ার সম্পাদকদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে। এনডিপি নেতা এন্ড্রিয়া হোরওয়াথ অতিথিদের স্বাগত জানান।

এতে বহু সংস্কৃতির সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিভিন্ন কমিউনিটির কয়েকটি মিডিয়াকে সম্মাননা জানানো হয়। বাংলাদেশ কমিউনিটি থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা ‘নতুনদেশ’কেও সম্মাননা জানানো হয়।