আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অন্তঃসত্ত্বা মিথিলা, ভর্তি হাসপাতালে!

অন্তঃসত্ত্বা মিথিলা, ভর্তি হাসপাতালে!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২১ , ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। অভিনেত্রী হওয়ার পাশাপাশি সমাজকর্মী হিসেবে পরিচিত তিনি। ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন। যদিও অভিনেত্রী হিসেবে মিথিলার জনপ্রিয়তা শীর্ষে।

ঈদ উপলক্ষ্যে বেশ কয়েকটি নতুন নাটকে অভিনয় করেছেন মিথিলা। এরমধ্যে অন্যতম ‘বিয়িং ওম্যান’। সেখানে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। মুনতাহা বৃত্তার লেখা গল্প অবলম্বনে এই নাটক। পরিচালনার দায়িত্বে হাসান রেজাউল। খবর হিন্দুস্তান টাইমস।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন মিথিলা। ক্লাসিক্যাল এই নাটকে এক কর্মজীবী নারীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। মধ্যবিত্ত পরিবারের হয়ে সংসার এবং পেশার চাহিদা পূরণ করার জন্য নিজের লক্ষ্যে তিনি অবিচল, সেই গল্পই উঠে আসবে নাটকে।

পরিচালক জানিয়েছেন, পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। যেখানে মিথিলাকে মা-হিসেবেও দেখা যাবে। নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। মঙ্গলবার বাংলাদেশের সময় রাত ৮টা ৩০টায় আরটিভিতে প্রচারিত হবে এই নাটকটি।