আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অন্য ভুবনে বিপাশা

অন্য ভুবনে বিপাশা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২১ , ১২:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। টেলিভিশন নাটকে নারী শিল্পীদের জৌলুস কতটা প্রখর হতে পারে তার উদাহরণ তিনি। অভিনয় ক্যারিয়ারে নানা চরিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। তবে চেনা অঙ্গন ছেড়ে এখন একেবারেই অন্য ভুবনের বাসিন্দা প্রিয় এ শিল্পী। প্রাতিষ্ঠানিক শিক্ষাকে এখন কাজে লাগাচ্ছেন তিনি। চারুকলায় পড়াশোনাটাও একেবারেই ভালো লাগার জায়গা থেকে। তিনি হয়তো আগেই জানতেন, একদিন ছবি আঁকা নিয়েই তার দিন কেটে যাবে। তাই তো এত দর্শকের ভালোবাসা, তারকাখ্যাতি, অর্থ, সম্মানের হাতছানিকে পাশ কাটিয়ে বিপাশা নিভৃতে ছবি এঁকে চলেছেন।
জনপ্রিয় এ তারকা এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে থাকছেন সন্তানদের নিয়ে। নতুন খবর হলো নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের প্রিমাভেরা আর্ট গ্যালারিতে বিপাশা হায়াতের চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর জন্য এসব চিত্রকর্ম উন্মুক্ত রাখা হয়েছে। গত ১লা ফেব্রুয়ারি এ গ্যালারিতে রাখা হয়েছে বিপাশা হায়াতের আঁকা ২৪টি চিত্রকর্ম। বিপাশা তার নতুন চিত্রকর্ম নিয়ে বলেন, ‘আমার এ সিরিজের নাম রাখা হয়েছে ইনসাইডার। আমি বলবো, এটা প্রিমাভেরা কর্তৃপক্ষের দূরদৃষ্টির নিদর্শন। আমার ভাবনার সঙ্গে নামটা মিলে গেছে। আমি আসলে ছবি আঁকি না, ছবি প্রকাশ করি। আমি ছবির মাধ্যমে আমার ভেতরের ভাবনাগুলো দৃশ্যমান করার চেষ্টা করি।