আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অন্যরকম এক পাওলি দাম

অন্যরকম এক পাওলি দাম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২০, ২০২০ , ৬:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : অন্য এক পাওলি দামকে এবার আবিস্কার করা গেলো। তাও আবার ন্যাড়া মাথা এক তরুণীর ভূমিকায়! বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। এমন রূপেই দেখা মিলেছে তার। গল্প…রূপকথা…কল্পনা…ভূত…আর একটা ভৌতিক বাড়ি । টানা ২ মিনিট ১৬ সেকেন্ড চোখের পাতা পড়বে না । এক ছোট্ট মেয়ের গল্প । সে গাছে থাকে, মাথা নীচে করে ঝুলতে পারে, তার পা উল্টো পড়ে, সে কে? সে কি কোনও ভূত-পেত্নী, নাকি অন্য কেউ । সেই খোঁজই দেবে ওয়েব সিরিজ ‘বুলবুল’ । গা ছমছমে সিরিজের এবার দ্বিতীয় পর্ব । এখানেই এমন সাজে দেখা মিলবে পাওলি দামের। আর প্রযোজকের আসনে আনুশকা শর্মা। ‘পরী’র পর এবার আসছে ‘বুলবুল’ । অ্যামাজন প্রাইমে ‘পাতাললোক’ সবেই মুক্তি পেয়েছে আনুশকার। সেই সিনেমা আপাতত সুপারহিট। এ বার নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা । প্রথম ছবি ‘বুলবুল’ । গত ৯ই জুন এই ছবির ফার্স্ট লুক সবার সামনে এসেছিলো। এবার প্রকাশ্যে এলো ‘বুলবুল’-এর ট্রেলার । হরর আর সাসপেন্সের যোগ্য মিশেল করেছেন পরিচালক অনবিতা দত্ত । ‘পরী’র পর ফের ‘বুলবুল’-এ পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন আনুশকা। ছবির অন্যতম প্রধান চরিত্রে রযেছেন পাওলি দাম । বিধবা মথা ন্যাড়া পাওলির চরিত্র যথেষ্ট রহস্যের উদ্রেক করছে ট্রেলারে। সব মিলিয়ে এই ট্রেলারের মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন তিনি।