আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অন্যরকম এক রেকর্ড শোয়েব মালিকের

অন্যরকম এক রেকর্ড শোয়েব মালিকের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৪ , ৫:২২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  শনিবার সকাল থেকে বেশ আলোচনায় পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। দিনের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তৃতীয় বিয়ের ছবি দিয়ে আলোচনায় আসেন শোয়েব। তৃতীয় বিয়ের মানেই ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে তা নিশ্চিত হয়ে যায়। এ নিয়ে দুই পক্ষ থেকে খুব বেশি কথা হয়নি। তাই তাদের বিচ্ছেদ নিয়ে কোনো কিছুর ধারণা পাওয়া যাচ্ছিল না। বিপিএল খেলতে শোয়েব গতকাল রাতে দুবাই থেকে ঢাকা এসেছেন। শনিবার দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন ফরচুন বরিশালের জার্সিতে। গত বছর রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসেছিলেন। এবার সেই দলকে হারিয়ে বিপিএল সফর শুরু হলো তার। দলকে জেতাতে ভূমিকাও রেখেছেন। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে নেমে ১৭ রান করে অপরাজিত থেকে জিতিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ক্রিকেটার।

এদিকে ১৭ রানের ছোট্ট ইনিংস খেলার পথে অন্য রকম এক রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। নামের পাশে ১২ হাজার ৯৯৩ রান নিয়ে নেমেছিলেন মিরপুর শের-ই-বাংলায়। ৫২৬ ম্যাচে তার রান এখন ১৩ হাজার ১০।