অবরুদ্ধ রাবি উপাচার্য, বিক্ষোভ চলছে
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৩ , ২:২৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
রাবি প্রতিনিধি : স্থানীয়দের সাথে সংষর্ষের ঘটনার প্রতিবাদে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। স্থানীয় ও পুলিশের হামলার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এর এক পর্যায়ে উপাচার্য ঘটনাস্থলে এলে তাকে অবরুদ্ধ করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেন তারা। রবিবার সকাল ১১টার দিকে শুরু হয় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। দুপুর ১২টার দিকে উপাচার্য শিক্ষার্থীদের শান্ত করার জন্য আসেন। তখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, এই ঘটনার বিচার করতে হবে। প্রশাসনের দায়িত্বহীনতার জবাব দিতে হবে। এই ব্যর্থতার দায় প্রশাসনকে নিতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে। প্রশাসন বলছেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। সকাল থেকে বিভিন্ন হল থেকে দলে দলে শিক্ষার্থীরা যোগ দিয়েছেন এই আন্দোলনে। ‘আমার ভাই আহত কেনো, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত- বৃথা যেতো দেবো না’, ‘রুখে যাবে অন্যায়, রক্তের বন্যায়’ এরকম অনেক স্লোগান শোনা গেছে আন্দোলনকারীদের মুখে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ-হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটনা ঘটে। বাস শ্রমিকদের সঙ্গে বচসাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ২০০জন আহত হয়েছে।