আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অবশেষে নতুন নিয়মে মাঠে ফিরলো ক্রিকেট

অবশেষে নতুন নিয়মে মাঠে ফিরলো ক্রিকেট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২০ , ২:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  করোনার প্রাদুর্ভাবের পর আজ ওয়েস্ট ইন্ডিজ ও ইংল‌্যান্ডের ম‌্যাচ দিয়ে ফিরলো আন্তর্জাতিক ক্রিকেট। দুই দল বুধবার সাউদাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে মাঠে নেমেছে। সাউদাম্পটনের দর্শকহীন গ্যালারিতে ফেরার সব আয়োজন প্রস্তুতই ছিল। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে দেরি হচ্ছিল ২২ গজের লড়াই দেখার। ব্রিটিশ সময় সকাল থেকে বৃষ্টি ছিল সাউদাম্পটনে, তাই টসও হয়েছে দেরিতে।

সাড়ে ৩টায় টস হবার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় টস হয়েছে লাঞ্চ বিরতির পর দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬-৩০ মিনিট), আর খেলা শুরু হয়েছে দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)।

ঐতিহাসিক টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। নিয়মিত অধিনায়ক জো রুট ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় নেতৃত্বের দায়িত্ব পাওয়া বেন স্টোকস টস করেছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে। ক্রিকেট ইতিহাসে তাদের টসের দৃশ্যটাও ধরা থাকবে আলাদাভাবে।

শুরুতেই সাফল্য পেয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। ডম সিবলিকে বোল্ড করে করোনাভাইরাস বিরতির পর প্রথম উইকেট পেয়ে ইতিহাসে নাম তুলে নিয়েছেন ক্যারিবিয়ান পেসার।

যেসব নতুন নিয়মে আজ বাইশ গজে ফিরলো ক্রিকেট…

করোনা টেস্ট ও করোনা সাবস্টিটিউট

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল‌্যান্ডের ক্রিকেটারদের এরই মধ‌্যে করোনা টেস্ট করানো হয়েছে। স্কোয়াডে থাকা সকলেরই করোনা টেস্ট নেগেটিভ এসেছে। তবে ঝুঁকি এড়ানোর জন‌্য টেস্ট চলাকালীন প্রতিদিন সকলের করোনা টেস্ট করা হবে। যদি ম‌্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের করোনা টেস্ট পজিটিভ আসে তাহলে করোনা সাবস্টিটিউট ব‌্যবহার করা যাবে। কনকাশন সাবের মতো আইসিসি নতুন করে করোনা সাবস্টিটিউট নিয়ম চালু করেছে। দর্শকশূন্য স্টেডিয়াম

আজও স্টেডিয়ামে কোনো দর্শক ঢুকতে পারবেন না। রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলবে দুই দল।

নো টু সেভিয়া

বলের উজ্জ্বলতা ধরে রাখতে থুতু কিংবা লালা ব‌্যবহার করতে পারবেন না বোলাররা। শুধুমাত্র ঘাম ব‌্যবহার করতে পারবেন। যদি কেউ ভুল করে থুতু বা লালা ব‌্যবহার করে, আম্পায়াররা দুইবার সতর্ক করবে। এরপর একই ভুল করলে পাঁচ রান পেনাল্টি।

উদযাপনে সীমাবদ্ধতা

সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে সেলিব্রেশন। হাত হাত মেলানো যাবে না। জড়িয়ে ধরার সুযোগই নেই কোনো। যদি উদযাপন করতেই হয় তাহলে কনুইয়ে কনুই মেলাতে হবে।

নিরাপদে আম্পায়াররা

মাঠে সচেতন থাকবেন আম্পায়াররাও। এজন্য বোলারদের ক্যাপ এবং সোয়েটার নিতে অস্বীকার করতে পারবেন আম্পায়াররা। নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে বোলারদের ব্যবহৃত ক্যাপ ও সোয়েটার গ্রহণ করবেন না আম্পায়ররা। পাশাপাশি রৌদ্র চশমাও নেবেন না আম্পায়াররা।

ইংল্যান্ড একাদশ:

রোরি বার্নস, ডম সিবলি, জো ডেনলি, জ্যাক ক্রাউলি, বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জস বাটলার (উইকেটকিপার), ডম বেস, জোফরা আর্চার, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

জন ক্যাম্পবেল, ক্রেগ ব্র্যাথওয়েট, শামারাহ ব্রুকস, শাই হোপ, রোস্টন চেস, জার্মেইন ব্ল্যাকউড, শেন ডওরিচ (উইকেটকিপার), জেসন হোল্ডার (অধিনায়ক), আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।