আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অবসর নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

অবসর নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২১ , ১২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষেই হঠাৎ গুঞ্জন- টেস্ট থেকে অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্টে ক্যারিয়ার সেরা ১৫০* রানের ইনিংস খেলার পরই ড্রেসিং রুম ও টিম হোটেলে নিজ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে আলাপে টেস্ট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেন রিয়াদ। তার সেই ইচ্ছাকে স্বাগত জানিয়ে বিদায়ী শুভেচ্ছা বা গার্ড অব অনার দেওয়া হয়। ক্রিকেটাররা দুই সারিতে ভাগ হয়ে দাঁড়িয়ে রিয়াদকে বিদায়ী সংবর্ধনা জানান। এরপর টেস্ট থেকে অবসর নিয়ে কোনো বক্তব্য দেননি রিয়াদ। অস্ট্র্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সোমবার দুপুরে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টেস্ট থেকে অবসর নিয়ে বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, টেস্ট থেকে অবসর নিয়ে শিগগিরই বিস্তারিত হয়তো জানাতে পারব। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মনোযোগ দিতে চাই।