আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// অবৈধভাবে ইউরোপে প্রবেশের তালিকায় বাংলাদেশ পঞ্চম

অবৈধভাবে ইউরোপে প্রবেশের তালিকায় বাংলাদেশ পঞ্চম


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২০ , ৫:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  লিবিয়ায় মানবপাচারকারী চক্রের গুলিতে ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় ইউরোপে মানবপাচারের বিষয়টি আবারও আলোচনার জন্ম দিয়েছে। ভূমধ্যসাগরের পাশাপাশি ইইউ প্রবেশে নতুন পথ হিসেবে পশ্চিমাঞ্চলীয় বলকান রুট ব্যবহার করছে মানবপাচারকারীরা। ইউরোপে অবৈধভাবে প্রবেশে শীর্ষ পাঁচ দেশের মধ্যে অবস্থান করছে বাংলাদেশও। অবৈধপথে ইউরোপে পাড়ি জমানোয় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা।

ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা, ফ্রন্টেক্সের তথ্য মতে, চলতি বছরের প্রথম চার মাসে পশ্চিমাঞ্চলীয় বালকান রাষ্ট্রগুলো হয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অবৈধভাবে সীমান্ত পাড়ির ঘটনা ৬০ শতাংশ বেড়েছে। এর মধ্যে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশও। তাদের মতে, এই সময় প্রায় ৬ হাজার অবৈধ অভিবাসী ছয়টি পশ্চিম বলকান দেশের মধ্য দিয়ে ইইউ প্রবেশ করেছে।

গ্রিস প্রবাসী বাংলাদেশি আল আমিন বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী ইউরোপে শরণার্থী আবেদনের তালিকায় বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। এ ঘটনার প্রেক্ষিতে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে ক্রোয়েশিয়া সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে স্লোভেনিয়া।

অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসান বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা ১৮টি রুট ব্যবহার করে। কিন্তু ইউরোপে ঢুকতে গেলে তাকে ৭ থেকে ৮ টি রুট বেছে নিতে হয়। এই রুটগুলোর মধ্যে বাংলাদেশিরা ব্যবহার করে সেন্ট্রাল মেরিটেরিয়ান রুট।

অভিবাসন ও নিরাপত্তা খাতে পশ্চিমা বলকান অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কাউন্সিল। আরও দক্ষ অভিবাসন নীতি এবং সীমান্ত পরিচালনা অর্জনের ক্ষেত্রে কাউন্সিল তাদের সহযোগিতা দিয়ে যাওয়ারও ঘোষণা দেয়া হয়।