আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অভিনেতা নিতেশ মারা গেছেন

অভিনেতা নিতেশ মারা গেছেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৪, ২০২৩ , ৬:১১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বলিউড অভিনেতা নিতেশ পাণ্ডে মারা গেছেন। মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাত ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৫১ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, নাসিকের লাগাতপুরী অঞ্চলে শুটিং করছিলেন অভিনেতা নিতেশ। সেখানে আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিতেশের শ্যালক ও প্রযোজক সিদ্ধার্থ বলেন— ‘তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমার বোন অর্পিতা মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন।’

সম্প্রতি ‘অনুপমা’ সিরিয়ালে রূপালি গাঙ্গুলির সঙ্গে দেখা যায় নিতেশকে। তা ছাড়াও অসংখ্য সিরিয়ালে কাজ করেছেন তিনি। কৌতুকাভিনেতা হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে। এ ছাড়াও শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’, সালমান খানের সঙ্গে ‘দাবাং’সহ বেশ কিছু বলিউড সিনেমায় অভিনয় করেছেন নিতেশ।