আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অভিনেত্রীর কারাদণ্ড : জেবা জান্নাত নয়, কে এই জয়া?

অভিনেত্রীর কারাদণ্ড : জেবা জান্নাত নয়, কে এই জয়া?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২৩ , ৫:৪১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  নির্মাতার সঙ্গে দ্বন্দ্বের জের ধরে কিছুদিন আগে আলোচিত হন নাট্যাভিনেত্রী জেবা জান্নাত। এর পরই খবরের পাতায় শিরোনাম ‘প্রতারণার মামলায় অভিনেত্রী জেবার কারাদণ্ড’।  এমন শিরোনামে বিনোদনপ্রেমীদের ‘চক্ষু চড়ক গাছ’। এতে কিছুটা বিব্রত এই অভিনেত্রী। জেবা জান্নাত নয়, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এখন প্রশ্ন কে এই জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীন?

মূলত জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীন কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রগুলোতে তার নাম ব্যাবহার করা হয় জয়া চৌধুরী। চলচ্চিত্রাঙ্গনে জয়া চৌধুরী নামেই তিনি পরিচিত।

গত মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার মামলার বাদী ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাহবুব হাসান রানা বিষয়টি জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী রানার কাছে সাত লাখ টাকায় জেবা চৌধুরী প্রাইভেট কার বিক্রি করেন। একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা চৌধুরী সব টাকা বুঝে নেন। তবে গাড়ির কাগজপত্র আপডেট না থাকায় গাড়ি হস্তান্তর করেননি। চুক্তিপত্রে বলা হয়েছিল বিআরটিএ থেকে সমস্ত কাগজপত্র ঠিক করে ১৫ দিনের মধ্যে গাড়ি হস্তান্তর করবেন। কিন্তু টাকা নিয়ে আসামি আর গাড়ি হস্তান্তর করেননি। পরে ২০২২ সালের ৮ মে ভুক্তভোগী রানা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন। মামলার পর আসামি গ্রেপ্তার হন। এরপর জামিনে গিয়ে পলাতক হন। এ বছর ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালীন বিভিন্ন সময়ে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।