আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য অর্থ আত্মসাতের অভিযোগে ব্রোকারেজ হাউজের এমডি গ্রেপ্তার

অর্থ আত্মসাতের অভিযোগে ব্রোকারেজ হাউজের এমডি গ্রেপ্তার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২০ , ৫:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : করোনাকালে অফিস গুটিয়ে পালিয়ে যাওয়া ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ ও তাঁর স্ত্রী নিপা সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে। শেয়ার ও অর্থ আত্মসাতের অভিযোগে সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাদেরকে গ্রেপ্তার করেছে।

লক্ষ্মীপুর ও নোয়াখালীর জেলার সীমান্ত এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক জানিয়েছেন।

এইচ এম আজিমুল হক বলেন, ‘অর্থ আত্মসাতের পর আত্মগোপনে চলে যান শহীদ ও নিপা। গতকাল দুপুরে লক্ষ্মীপুর-নোয়াখালী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শেয়ার ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রতারণার শিকার ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’

সূত্র জানায়, ব্রোকারেজ হাউজটির অধীনে প্রায় ২১ হাজারের মতো অ্যাকাউন্ট রয়েছে, তাতে যে শেয়ার রয়েছে, তার বাজার মূল্য ৮২ কোটি টাকার মতো। অর্থ আত্মসাতের ঘটনার পর দুই বিনিয়োগকারী পল্টন থানায় দুটি মামলা করেন। আসামি এক কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা হয়েছেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।