অলংকারে দুই হাজার ইয়াবাসহ নারী আটক
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১:০০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মমতাজ বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে অলংকারের বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
বাঁশখালীর গুণাগরি এলাকার মৃত ফোরকান আহমেদের স্ত্রী মমতাজ বেগম। তিনি নগরীতে পাহাড়তলী থানার স্টিলমিল এলাকার নারিকেল তলায় থাকেন।
পাহাড়তলী থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারকারী মমতাজ বেগমকে আটক করা হয়েছে। তার ভ্যানটি ব্যাগের ভেতর থেকে বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।