আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অলিম্পিকে থাকছে না বহির্বিশ্বের কোনো দর্শক

অলিম্পিকে থাকছে না বহির্বিশ্বের কোনো দর্শক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২১, ২০২১ , ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসের মহামারির কারণে জাপানে অনুষ্ঠিতব্য অলিম্পিক এবং প্যারা-অলিম্পিকে বহির্বিশ্বের কোনো দর্শক প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে টোকিও অলিম্পিক আয়োজক কমিটি। চলতি বছরের ২৩ জুলাই এবং ২৪ আগস্ট প্যারা-অলিম্পিক শুরু হবে। তবে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর স্বাস্থ্যগত ঝুঁকি এড়ানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাপানি নাগরিকদের নিরাপদ রাখতেই বহির্বিশ্বের দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আয়োজক কমিটি।
প্রায় ২০০ দেশ থেকে ১১ হাজার প্রতিযোগী এবারের অলিম্পিকে অংশ নেবেন। এর আগে করোনার কারণে ২০২০ সালের অলিম্পিক চলতি বছরে অনুষ্ঠিত হবে। এটাই অলিম্পিকের ইতিহাসে প্রথম কোনো আয়োজন স্থগিত হয়।