আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড অলিম্পিকের জন্য তর সইছে না নেইমারের

অলিম্পিকের জন্য তর সইছে না নেইমারের


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৯:১৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


neymarকাগজ অনলাইন ডেস্ক: মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় গ্রুপ পর্ব থেকেই এবার ছিটকে পড়েছে ব্রাজিল। আসরের হট ফেবারিট হয়েও তাদের এমন ছন্দপতন মেনে নিতে কষ্ট হচ্ছে ব্রাজিল ভক্তদের। তবে এই ব্যর্থতা ভুলে আসন্ন অলিম্পিক আসরে সেরাটা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষার কথা জানিয়েছেন ব্রাজিল অধিনায়ক নেইমার।

রিও অলিম্পিকে সেরাটা পেতে দলের সেরা তারকা নেইমারকে কোপাতে বিশ্রামে রেখেছিলেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। গ্রুপপর্বের শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হেরে কোপা অভিযান শেষ হয়ে যায় দলটির। শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে এই বিশেষ কোপা আসরটি হয়তো ভুলে যেতে চাইবে সেলেসাওরা।

তবে কোপা আসরের ব্যর্থতা ভুলে নতুনভাবে নিজেদের গুছানোর কথা জানিয়েছেন নেইমার। ঘরের আঙ্গিনায় অলিম্পিক আসরে খেলার আগ্রহ নিয়ে নেইমার জানান, ‘মনের মধ্যে আমি নিজ দেশে খেলার ছবি আঁকছি। এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। ব্রাজিলে আমি কনফেডারেশন কাপ এবং বিশ্বকাপ খেলেছি। এখন অলিম্পিকে খেলাটা সত্যিই একটা পরিপূর্ণ সেট হবে। আসন্ন আসরটিকে নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত।