আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অসহায়দের পাশে জাহানার অন্যরকম জন্মদিন পালন

অসহায়দের পাশে জাহানার অন্যরকম জন্মদিন পালন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২০ , ৫:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে স্পোর্টস রিপোর্টার : ১ এপ্রিল ছিল বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলমের ২৭তাম জন্মদিন।  এবার কেক কেটে নয়, জন্মদিন পালন করলেন অসহায় মানুষদের সহায়তা করে। এর আগে অনেক ক্রিকেটার করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে এসেছেন। এবার ব্যক্তিগত উদ্যোগে সহায়তার হাত বাড়ালেন জাহানারা। জাহানারারা থাকেন মিরপুরে। সাহায্যের হাত বাড়াতে বেছে নেন মিরপুর-৬ নম্বরের আশপাশের অসহায় ৫০ পরিবারকে। তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেন তিনি। বুধবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন জাহানারা। ছবিতে দেখা যায় অসহায় মানুষকে সহায়তা করছেন তিনি। জাহানারা পোস্টে লেখেন, ‘এটা কোনো লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্যানুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যরে মধ্যে একজন, পাঁচজন বা বেশি যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরাই পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’ জন্মদিনে জাহানারা বলেন, ‘প্রতি বছরই পরিবার-বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করি। এবার অন্যভাবে দিনটি পালন করতে পেরে নিজের কাছে ভালো লাগছে। আমার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করেছি। গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য সামান্য কিছু করতে পেরেছি, তাতে ভালো লাগছে। অনুভূতিটা সত্যিই অসাধারণ।’ নারী ক্রিকেটাররা বোর্ড থেকে খুব কম সুবিধা পেয়ে থাকেন। তাদের সমস্যার কথা চিন্তা করে বিসিবি ক’দিন আগে এককালীন ২০ হাজার টাকা দেয়ার ঘোষণা দিয়েছে। কম আয়ের নারী ক্রিকেটাররাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। মঙ্গলবার আরেক নারী ক্রিকেটার সোহেলী আক্তার মিরপুর-১ নম্বরে বাসার আশপাশে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন।