আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অসাধারণ কৃতিত্বের পুরস্কার পাচ্ছেন শ্রীদেবী

অসাধারণ কৃতিত্বের পুরস্কার পাচ্ছেন শ্রীদেবী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৩:৪৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


sridevi-sm12কাগজ বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) ১৭তম আসরে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হবে বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে। ৫২ বছর বয়সী এই তারকা তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালাম ও কান্নাড়া ছবিতে অভিনয় করেছেন।

১৯৭৫ সালে ‘জুলি’ ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন শ্রীদেবী। চার দশকেরও বেশি সময়ে ‘সাদমা’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘লামহে’, ‘হিম্মতওয়ালা’ ‘আগ অউর শোলা’, ‘চাঁদনি’, ‘চালবাজ’, ‘খুদা গাওয়া’ ও ‘ইংলিশ ভিংলিশ’-এর মতো ছবিতে মনে রাখার মতো অভিনয় করেছেন এই বলিউড ডিভা।

আগামী ২৩ থেকে ২৬ জুন চারদিন ধরে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হবে আইফার ১৭তম আসর। সেখানেই শ্রীদেবীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। অনুষ্ঠানে থাকবেন বলিউডের প্রায় দেড়শ তারকা ও ২০ হাজার অতিথি। এর আগে ভারতীয় চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য চিত্রগ্রাহক ভি.কে. মূর্তি, অভিনেত্রী রেখা, নির্মাতা যশ জোহর এই পুরস্কার পেয়েছেন।