আজকের দিন তারিখ ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব অসুস্থ ট্রাম্পের সাথে বিতর্কে অনীহা বাইডেনের

অসুস্থ ট্রাম্পের সাথে বিতর্কে অনীহা বাইডেনের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২০ , ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানে হাজির হতে প্রস্তুত বলে জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প এখনো করোনায় আক্রান্ত হয়ে থাকলে এক সপ্তাহ পর অনুষ্ঠিত হয়ে যাওয়া এই বিতর্ক করা উচিত হবে না বলে মঙ্গলবার মন্তব্য করেন বাইডেন। খবর সিএনএনের। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে দ্বিতীয় দফা বিতর্ক করতে উন্মুখ হয়ে আছেন বলে জানান করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফিরেই একথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন নির্বাচনের মাত্র এক মাস আগে ট্রাম্পের করোনা আক্রান্তের ঘটনায় জো বাইডেনের সাথে পরবর্তী বিতর্ক অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অসুস্থতা নিয়েই বিতর্কে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে মঙ্গলবার সাংবাদিকদের বাইডেন বলেন, সে যদি এখনো করোনায় আক্রান্ত থাকে তাহলে আমার মনে হয় বিতর্ক করা উচিত হবে না। বাইডেন বলেন, আমি জানি না যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন কেমন আছে। আমি তার সঙ্গে বিতর্কের জন্য মুখিয়ে আছি। তবে আশা করছি যাতে সকল সুরক্ষা প্রটোকল অনুসরণ করা হয়।

টানা তিন রাত হাসপাতালে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সোমবার হোয়াইট হাউজে ফিরে যান তিনি। এর পর এক টুইট বার্তায় প্রথম রাত দারুণ কেটেছে বলে জানান ট্রাম্প।